ক্যান্সারে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বব ওয়েটনের মৃত্যু
১১২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বব ওয়েটন মারা গেছেন। ওই ব্যক্তির পরিবারের সদস্যরা বৃহস্পতিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ব্রিটেনে তাঁর মৃত্যু হয়েছে।
সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেজ বুকে তাঁর নাম অন্তভুর্ক্ত হয়। ববের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে, খবর দ্য গার্ডিয়ান।
এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বৃহস্পতিবার সকালে হ্যাম্পসায়ার কাউন্টির সাবেক শিক্ষক ও প্রকৌশলী বব ওয়েটন নিজ বাড়িতে ঘুমের মধ্যেই মারা গেছেন।
গত ফেব্রুয়ারিতে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে গিনেজ বুকে ববের নাম ওঠে। তার আগে এই অবস্থান ধরে রেখেছিলেন জাপানের চিতেতসু ওয়াতানাবে। তিনি মারা যাওয়ার পরেই বব সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে জায়গা করে নেন।
ববের স্বজনদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ববের পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় বব ওয়েটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটা খুবই দুঃখজনক।