ক্রাইস্টচার্চে হামলার শুনানিতে কথা বলতে অস্বীকৃতি ট্যারেন্টের
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার শুনানিতে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্ট। বুধবার মামলার বিচারককে এ কথা জানায় সে।
এদিকে গত জুলাই মাসে ট্যারেন্ট তার আইনজীবীদের বরখাস্ত করে। আত্মপক্ষ সমর্থন করে নিজেই আদালতে বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেয়। আগামীকাল বৃহস্পতিবার শুনানির শেষ দিনে আত্মপক্ষ সমর্থন করে তার বক্তব্য দেওয়ার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ট্যারেন্ট।
ট্যারেন্টের পক্ষে বক্তব্য উপস্থাপন করতে তাকে একজন আইনজীবী নির্ধারণ করে দিয়েছিলেন আদালত। তিন দিনব্যাপী শুনানিতে ট্যারেন্টের সামনে বক্তব্য পাঠ করেন ৯১ জন। আদালতের কাছে ট্যারেন্টকে বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার অনুরোধ জানিয়েছেন তাঁরা।
উল্লেখ, গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলা চালিয়েছিলেন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী অস্ট্রেলিয়ান ট্যারেন্ট। এতে ৫১ জন মুসল্লি নিহত হন। নৃশংস ওই বন্দুক হামলায় অন্তত তিনজন বাংলাদেশিও নিহত হয়েছিলেন।
যেই আল নূর মসজিদে বেশি হতাহত হয়েছিলেন, সেখানে জুমার নামাজ আদায় করতে গিয়ে অল্পের জন্য বেঁচে ফেরেন নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।