খারকিভের আশপাশ থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া, পূর্বাঞ্চলে আক্রমণ বেড়েছে : ইউক্রেন
কয়েক সপ্তাহ ধরে বোমাবর্ষণের পর ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আশপাশ থেকে রাশিয়া তাদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে; তবে, ইউক্রেনের পূর্বাঞ্চলে আক্রমণ বেড়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষ দপ্তর। খবর সিএনএন-এর।
ইউক্রেনের সামরিক বাহিনী বলছে—রুশ বাহিনী ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহর থেকে সরে যাচ্ছে। একই সঙ্গে ‘ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধ ধ্বংস করতে’ পূর্বাঞ্চলীয় ডোনেৎস্ক প্রদেশে মর্টার, আর্টিলারি ও বিমান হামলা শুরু করেছে এবং সরবরাহ পথ পাহারা দেওয়ার দিকে মনোনিবেশ করছে রুশ বাহিনী।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ বলেছেন, ইউক্রেন ‘একটি নতুন ও দীর্ঘমেয়াদী যুদ্ধের পর্যায়ে প্রবেশ করছে।’
এদিকে, ইউক্রেনের প্রতি সমর্থন দেখিয়ে মার্কিন সিনেটের সংখ্যালঘু রিপাবলিকান দলের নেতা মিচ ম্যাকনেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গত শনিবার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছে। জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কেনটাকি অঙ্গরাজ্যের প্রতিনিধিত্বকারী ম্যাকনেল মেইনের সহকর্মী রিপাবলিকান সিনেটর সুসান কলিন্স, ওয়াইওমিংয়ের জন বারাসো এবং টেক্সাসের জন কর্নিন জেলেনস্কিকে শুভেচ্ছা জানাচ্ছেন৷
মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে—গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন আক্রমণের পর দেশটির রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর মনোযোগ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের দিকে সরিয়ে নিয়েছেন। ওই শিল্প অঞ্চলে ইউক্রেন ২০১৪ সাল থেকে মস্কো-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই করে যাচ্ছে৷
রাশিয়ার দনবাসে অঞ্চলে আক্রমণ করার লক্ষ্য হলো—আগে থেকে সেখানে মোতায়েন ইউক্রেনের সবচেয়ে অভিজ্ঞ ও চৌকস সেনাদের ঘিরে ফেলা এবং ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা দনবাসের কিছু অংশ দখল করা।
জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বাহিনী দেশটির পূর্বাঞ্চলেও অগ্রগতি করেছে। গত কয়েক দিনে ছয়টি শহর বা গ্রাম তারা পুনরুদ্ধার করেছে। শনিবার জেলেনস্কি তাঁর রাতের ভাষণে বলেন, ‘দনবাসের পরিস্থিতি খুবই কঠিন’ এবং রুশ সেনারা ‘এখনও অন্তত কিছু একটা জয় করার চেষ্টা করছে।’
ওয়াশিংটন-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক, ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বলেছে, ইউক্রেন ‘খারকিভের যুদ্ধে জয়ী হয়েছে বলে মনে হচ্ছে।’