গম ‘যুদ্ধের হাতিয়ার’ হতে পারে না : পোপ ফ্রান্সিস
ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়ে পোপ ফ্রান্সিস বলেছেন, ‘গমকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত হবে না।’ ভ্যাটিক্যানের সেন্ট পিটার্স চত্বরে দেওয়া সাপ্তাহিক ভাষণে এ কথা বলেছেন তিনি। বিবিসির প্রতিবেদনে আজ বুধবার এমনটি জানানো হয়েছে।
বিশ্বের গমের চাহিদার প্রায় ১২ শতাংশের যোগান দিয়ে থাকে ইউক্রেন। রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটি গমসহ কোনো খাদ্যশস্যই রপ্তানি করতে পারছে না।
পোপ ফ্রান্সিস বৈশ্বিক মানবিক খাদ্য অধিকার নিশ্চিতের জন্য সব রকম পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বিশ্ব খাদ্য সংকটের আশঙ্কায় ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানির প্রক্রিয়া শুরুর বিষয়ে কাজ শুরু করেছে জাতিসংঘ।
ইউক্রেনের ৯০ শতাংশের বেশি রপ্তানি কার্যক্রম হয় কৃষ্ণসাগরের বন্দর হয়ে। রাশিয়ার আগ্রাসনের পর থেকে সবগুলো বন্দরই বন্ধ রয়েছে। তবে যুদ্ধকবলিত ইউক্রেনের কর্তৃপক্ষ সড়ক, নদী ও রেলপথে শস্য রপ্তানির কাজ কোনোরকমে চালিয়ে যাচ্ছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলে ওডেসা বন্দর দিয়ে শস্য রপ্তানির সুযোগ দেওয়া হবে।