গোটা অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে সরাতে হবে : আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদেহ বলেছেন, কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, মার্কিন ঘাঁটি ধ্বংস এমনকি ট্রাম্পকে হত্যাও জেনারেল সোলেইমানির রক্তের প্রতিশোধের জন্য যথেষ্ট হবে না। আসলে এর কোনোটিই সোলেইমানির রক্তের সমতুল্য নয়।
দেশটির বার্তা সংস্থা পার্স টুডে জানিয়েছে, আমির আলী হাজিযাদেহ আজ সোমবার তেহরানে জেনারেল সোলেইমানিসহ ছয় জনের জানাযার নামাজের সময় এ কথা বলেন।
তিনি আরো বলেন, গোটা অঞ্চলে মার্কিন বাহিনীর পতনই কেবল সোলেইমানির রক্তমূল্য হতে পারে। এই অঞ্চলের মজলুম মানুষ যখন পুরোপুরি আমেরিকার হাত থেকে মুক্তি পাবে তখনি কেবল জেনারেল সোলেইমানিকে হত্যার প্রতিশোধ নেওয়া পূর্ণতা পাবে।
গত শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান হামলা চালিয়ে জেনারেল সোলেইমানিকে হত্যা করে মার্কিন সেনারা।