গ্রিসে সড়ক দুর্ঘটনায় সাত অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
গ্রিসে এক সড়ক দুর্ঘটনায় সাত অভিবাসনপ্রত্যাশী নিহত ও আরও আটজন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। চালকসহ আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার গ্রিসের উত্তরে এক মহাসড়কে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা গাড়িটি টোল স্টেশনে ধাক্কা খেলে এ হতাহতের ঘটনা ঘটে।
গাড়িটির চালক ১৪ অভিবাসনপ্রত্যাশীকে গ্রিসের ভেতরে কোথাও নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে।
অভিবাসনপ্রত্যাশীরা কোন দেশের নাগরিক তাৎক্ষণিকভাবে তা জানতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।
সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বড় অংশকেই রুট হিসেবে গ্রিসকে ব্যবহার করতে দেখা যাচ্ছে। এ বিপুল সংখ্যক অভিবাসনপ্রত্যাশী গ্রিসে যেতে হয় নৌকায় বিপজ্জনক সমুদ্রযাত্রাকে বেছে নেয়, নতুবা তুরস্ক হয়ে গ্রিসের উত্তরপশ্চিমে স্থল সীমান্তে ঢোকে।