চালুর এক সপ্তাহ পর ফের স্কুল বন্ধ করলো ফ্রান্স
প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে লকডাউনের আওতায় রয়েছে ফ্রান্স। ফলে দেশটির সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিলো। তবে এক সপ্তাহ আগে ফের স্কুল খুলে দিতে শুরু করে দেশটির কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে অনেক শিক্ষার্থীদের মধ্যে করোনায় আক্রান্তের ঝুঁকি দেখা দিয়েছে। ফলে ফের স্কুল বন্ধ করে দিচ্ছে ফরাসি সরকার।
সোমবার ফরাসি রেডিও আরটিএলকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির শিক্ষামন্ত্রী জিন মাইকেল ব্লানকার, খবর ভয়েস অব আমেরিকা।
তিনি বলেন, গত সপ্তাহে ফ্রান্সের বেশ কিছু স্কুল খুলে দেওয়া হয়। স্কুল খুলে দেওয়ার ফলে কিছু শিশুর আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। যেসব স্কুলে সংক্রমণের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এরই মধ্যে দেশটির উত্তরাঞ্চলেও সাতটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এসব স্কুলের প্রায় ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তবে ওই ৭০ জনের মধ্যে শিক্ষার্থী বা শিক্ষক-শিক্ষিকা রয়েছে কিনা সেটি নির্দিষ্ট করে জানানো হয়নি।