চীন থেকে নিউইয়র্কে ফিরে ৭০০ জন স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে
চীনে ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফিরে আসা অন্তত ৭০০ ব্যক্তিকে কোয়ারেন্টাইন (অন্যদের থেকে বিশেষভাবে আলাদা রাখা) করে রাখা হয়েছে। নিউইয়র্ক স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জিল মন্টাগ গত বুধবার জানিয়েছেন, এসব ব্যক্তি স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে গেছেন। চীনের হুবেই প্রদেশের উহান শহরে গত বছরের ডিসেম্বরে উৎপন্ন হয়ে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এরই প্রেক্ষাপটে অন্তত নিউইয়র্কের অন্তত ৭০০ ব্যক্তি চীন থেকে ফিরে স্বেচ্ছায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে গেছেন।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি থেকে চীনে ব্যাপকভাবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার বিষয়টি প্রকাশ্যে আসে। সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্ট এ খবর জানিয়েছে।
তবে নিউইয়র্ক স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র জানিয়েছেন, কোয়ারেন্টাইনে যাওয়া ব্যক্তিদের কারো মধ্যেই করোনাজনিত উপসর্গ পাওয়া যায়নি। তবুও বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন জিল মন্টাগ।
বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী প্রাণঘাতী করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ‘অনিবার্য’ বলে দেশটির শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা মার্কিনিদের সতর্কবার্তা দেওয়ার একদিনের মাথায় এমন খবর সামনে এলো। এরই মধ্যে গত বুধবার নাগাদ যুক্তরাষ্ট্রে ৫৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৭৮৮ জনে। নতুন করে মৃত্যু হয়েছে ৪৪ জনের। এ ছাড়া দেশটিতে একদিনে ৩২৭ জন সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৮২৪ জনে। চীনা জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, চীন থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাস সংক্রমিত হয়ে পড়েছে বিশ্বের ৪৮টি দেশে। এ ছাড়া চীনসহ দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা ৮২ হাজার এবং মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৮০০ জনেরও বেশি।