চুক্তির চেয়ে ১০ গুণ বেশি ইউরেনিয়াম মজুদ করেছে ইরান : আইএইএ
ইরানের কাছে বর্তমানে আন্তর্জাতিক চুক্তির চেয়েও ১০ গুণ বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)।
আইএইএ বলছে, ইরানের কাছে অন্তত দুই হাজার ১০৫ কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে। সম্প্রতি ইরান তাদের সন্দেহজনক দুটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের একটিতে আইএইএর পরিদর্শকদের ঢুকতে দেয়। পরিদর্শন শেষে সংস্থাটি এমন দাবির কথা জানাল। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইরান ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও চীনের সঙ্গে আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে আবদ্ধ হয়। চুক্তিতে বিশেষ পদ্ধতিতে সর্বাধিক ৩০০ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।
ইউ-২৩৫ ধরনের তিন থেকে পাঁচ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তৈরিতে ব্যবহার করা যায়। পারমাণবিক অস্ত্র তৈরিতে ৯০ শতাংশ বা তারও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়।
পরমাণু অস্ত্র তৈরি করতে হলে ৩ দশমিক ৬৭ শতাংশ সমৃদ্ধ করা এক হাজার ৫০ কেজি ইউরেনিয়াম লাগবে ইরানের। তবে সেগুলো আবার ৯০ শতাংশ সমৃদ্ধ করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি অস্ত্র বানাতে চায়, তাও সেটি দীর্ঘ সময়ের ব্যাপার।
গত সপ্তাহে ইরান জানায়, পরমাণু নিরাপত্তা-সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে তারা ‘অবিচল আস্থা’ প্রমাণে পরিদর্শকদের কারখানায় ঢোকার অনুমতি দিয়েছে।
এদিকে, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণা এবং ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের প্রতিশ্রুতি পূরণ করতে না পারার প্রতিবাদে সম্প্রতি ইরান বৈশ্বিক ক্ষমতাধর দেশগুলোর সঙ্গে করা সমঝোতার বাধ্যবাধকতা আপাতত আর পালন করছে না।