চেক প্রজাতন্ত্রে হাসপাতালে বন্দুকধারীর হামলা, নিহত অন্তত ৬
চেক প্রজাতন্ত্রের একটি শহরে হাসপাতালে বন্দুক হামলায় অন্তত ছয়জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক রয়েছে বলে টুইটারে পুলিশ জানিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের উত্তরাঞ্চলীয় অসত্রাভা শহরের ওই হাসপাতাল থেকে ফোন পায় পুলিশ।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি ট্রমাটোলজি ক্লিনিকে এই বন্দুক হামলা হয়। এ সময় হাসপাতালের ভেতরে আটকা পড়েন চিকিৎসক ও রোগীরা।
হামলার ঘটনার পর অসত্রাভাসহ দেশটির অন্যান্য অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।