জনসম্মুখে ইরানের গভর্নরের গালে চড়, ভিডিওসহ
ইরানে নতুন নিয়োগ পাওয়া গভর্নরকে পরিচয় করিয়ে দেওয়ার অনুষ্ঠানে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। গতকাল শনিবার জনসম্মুখে গভর্নরকে কষে চড় মারার ঘটনা ঘটেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের গভর্নর পদে নিয়োগ পাওয়া জেইনোল আবেদিন খোররামকে চড় মারার ঘটনা ঘটেছে। তাঁকে চড় মারতে দেখে উপস্থিত সবাই হতবাক হয়ে যান।
সেই ঘটনার ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি মঞ্চে উঠে এসে গভর্নরকে চড় মারছেন।
ঘটনার সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যান। নতুন গভর্নরের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটে যাওয়ায় অনুষ্ঠান বাতিল করা হয়।
জানা গেছে, আটক ওই ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য তিনি। তবে তিনি ঠিক কী কারণে চড় মেরেছেন, তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।