জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রীর বন্দিদশার মেয়াদ বাড়ল
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহর গৃহবন্দি থাকার মেয়াদ আরো বাড়িয়েছে স্থানীয় প্রশাসন।
বিতর্কিত জননিরাপত্তা আইনের মাধ্যমে মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহর বন্দিদশার মেয়াদ বাড়ানো হয়। কাশ্মীরের স্বায়ত্ত্বশাসন বাতিলের পর গত ৫ আগস্ট থেকে তাঁদের গৃহবন্দি করে রাখা হয়েছে। গত ৬ ফেব্রুয়ারি তাঁদের মুক্তির কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত নতুন আইনের মারম্যাচে তাঁদের বন্দিদশা আরো দীর্ঘায়িত করা হলো।
নতুন আইনে বন্দি থাকা কাশ্মীরের এই দুই নেতাকে কবে মুক্তি দেওয়া হবে সে বিষয়ে কিছু জানায়নি ভারত সরকার। তবে বিতর্কিত ‘জননিরাপত্তা আইন’ অনুযায়ী কোনো অভিযোগ ছাড়াই যেকোনো ব্যক্তিকে দুই বছরের জন্য আটক রাখা যায়। মেহবুবা মুফতি ও ওমর আবদুল্লাহর ক্ষেত্রেও সেটিই কার্যকর হয়েছে। সে হিসাবে আরো অন্তত দুই বছর আটক রাখা হতে পারে এই দুই নেতাকে।
ভারত সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে এরই মধ্যে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।