২৬/১১ মুম্বাই হামলা : রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি মার্কিন আদালতের
মুম্বাই হামলার ঘটনার মামলায় দোষী সাব্যস্ত তাহাউর রানাকে ভারতের কাছে প্রত্যর্পণের অনুমতি দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই পদক্ষেপের বিরুদ্ধে তার পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক রানার প্রত্যর্পণ দাবি করে আসছিল ভারত। তিনি ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার মামলায় ‘ওয়ান্টেড’ তালিকায় ছিলেন। ভারতে প্রত্যর্পণ না করার জন্য এটিই ছিল রানার শেষ আইনি সুযোগ। এর আগে, তিনি সান ফ্রান্সিসকোতে ইউএস কোর্ট অব আপিলসহ বেশ কয়েকটি ফেডারেল আদালতে আইনি লড়াইয়ে হেরেছিলেন।
রানা গত ১৩ নভেম্বর মার্কিন সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার একদিন পরে ২১ জানুয়ারি শীর্ষ আদালত তার আবেদনটি নাকচ করে দেন।
৬৪ বছর বয়সী রানাকে বর্তমানে লস অ্যাঞ্জেলেসের কারাগারে আটক রাখা হয়েছে। রানা পাকিস্তানি বংশোদ্ভূত আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির সহযোগী বলে জানা যায়, যিনি ২৬/১১ মুম্বাই হামলার অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী।
২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ের তাজ হোটেলে সন্ত্রাসী হামলায় ছয়জন মার্কিন নাগরিকসহ মোট ১৬৬ জন নিহত হয়েছিল। ১০ জন পাকিস্তানি সন্ত্রাসী ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে হোটেলে অতিথিদের জিম্মি করে রেখেছিল এবং পরে তাদের হত্যা করেছিল।
আরও পড়ুন : শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ‘মন্তব্য নেই’ ভারতের