জাতিসংঘকে পরমাণু কেন্দ্রের তথ্য দেবে না ইরান
জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাকে (আইএইএ) ইরানের পরমাণু কেন্দ্রগুলোর ভেতরের কোনও ছবি বা তথ্য দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।
স্পিকার জানান, পরমাণু কেন্দ্রগুলোতে পর্যবেক্ষণের ব্যাপারে তেহরানের সঙ্গে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার স্বাক্ষরিত হওয়া চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। গতকাল রোববার পার্লামেন্ট অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন ইরানি স্পিকার বলেন, আইএইএর সঙ্গে যে তিন মাসের সাময়িক চুক্তি হয়েছিল তা নবায়ন করা হয়নি। কাজেই তিন মাস মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরাগুলোর কোনও ছবি বা ভিডিও চিত্র বা অন্য কোনও তথ্য আইএইএ পাবে না। এসব ছবি ও তথ্য ইরানের কাছে সংরক্ষিত থাকবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইরানের এই ঘোষণার ফলে ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি কার্যকর করার জন্য তেহরানের সঙ্গে বিশ্বের ছয় পরাশক্তির মধ্যকার চলমান আলোচনাকে আরও জটিল করে তুলতে পারে।
ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা তেহরান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন মুখপাত্র জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা সরিয়ে নিতে ব্যর্থ হয় তাহলে তেহরান পরমাণু কেন্দ্রগুলোতে থাকা আইএইএ’র ক্যামেরা বন্ধ করে দেবে।
উল্লেখ, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে বসানো ক্যামেরার মাধ্যমে দূর নিয়ন্ত্রিতভাবে আইএইএ যেন এসব স্থাপনার ওপর নজরদারি করতে পারে, সে ব্যাপারে গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটির সঙ্গে তেহরানের তিন মাসব্যাপী চুক্তি হয়েছিল।
গত ২২ মে সেই চুক্তির মেয়াদ শেষ হয়। এরপর আরও এক মাসের জন্য এই চুক্তির মেয়াদ বাড়তে একমত হয় উভয়পক্ষ। আর এখন জুনের শেষ সপ্তাহে এসে সর্বশেষ চুক্তির মেয়াদও শেষ হওয়ায় জাতিসংঘের এই নজরদারি সংস্থাটিকে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানাল ইরান।