জুমার নিষেধাজ্ঞা না মানায় পাকিস্তানে ৪ ইমাম গ্রেপ্তার
করোনাভাইরাসের বিস্তার রোধে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকারের জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে জুমার নামাজ জামাতে পড়ানোয় চার ইমাম ও এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ওই পাঁচজন হলেন—জামিয়া মসজিদ নুরার ইমাম আল্লামা মুহাম্মাদ আব্বাস রিজভী, নুরপুরা মহল্লার জামিয়া মসজিদ গাউছিয়া রিজভিয়ার ইমাম কারি মুহাম্মাদ সাবির, মহল্লা কারিমাবাদের জামিয়া মসজিদ গুলজার-ই-মদিনার ইমাম কারি মুহাম্মাদ মাজহার ও জামিয়া মাসিদ কারিমাবাদের ইমাম কারি মুহাম্মাদ উসমান। চার ইমাম ছাড়াও এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করা হয়।
পাকিস্তানে এ পর্যন্ত ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী এ ভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য সব ধরনের গণজমায়েত এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এরই অংশ হিসেবে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ মসজিদে না গিয়ে বাসায় পড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকারের ধর্মীয় কাউন্সিল। দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এ খবর দিয়েছে।
পাকিস্তানে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫৬২ জন। মারা গেছেন ১৫ জন আর সুস্থ হয়েছেন ২৮ জন।
এদিকে বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন মোট সাত লাখ ২৭ হাজার ৬৫০ জন। এঁদের মধ্যে মারা গেছেন ৩৪ হাজার ১২২ জন। সুস্থ হয়েছেন এক লাখ ৫৭ হাজার ১৭৪ জন। আর চিকিৎসাধীন পাঁচ লাখ ৩৬ হাজার ৩৫৪ জন।