ট্রাম্পের বিরুদ্ধে ইরানের গ্রেপ্তারি পরোয়ানা জারি
ইরাকের রাজধানী বাগদাদে ইরানি জেনারেল কাশেম সোলেইমানিকে হত্যায় জড়িত থাকার উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইরান।
ট্রাম্পসহ সোলেইমানিকে হত্যায় পরিচালিত ড্রোন হামলায় জড়িত উল্লেখ করে আরো কয়েকজনকে আটকের জন্য তেহরানের পক্ষ ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে।
আজ সোমবার কাতারভিত্তিক সংবাদমাধম আলজাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের প্রসিকিউটর আলি আলকাসিমের জানিয়েছেন, ৩ জানুয়ারি জেনারেল সোলেইমানি যে হামলায় নিহত হয়েছিলেন সেই হামলার জন্য ট্রাম্প ও অপর ৩০ জনের অধিক ব্যক্তিকে দায়ী মনে করে ইরান।
গ্রেপ্তারি পরোয়ানায় ট্রাম্প ছাড়া অন্য কারো পরিচয় জানাননি আলকাসিমের। তবে তিনি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে গেলে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাবে ইরান।