তেহরানে বিমান বিধ্বস্ত হয়ে ‘১৮০ আরোহী নিহত’
ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের কিছু সময় পরেই ১৮০ আরোহীসহ বিধ্বস্ত হয়েছে ইউক্রেনগামী একটি বিমান। ইরানের রাষ্ট্রায়ত্ত একটি সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে।
ইরানিয়ান নিউজ এজেন্সি বা আইএনএ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ সিরিজের যাত্রীবাহী বিমানটি বিধ্বস্ত হয়। এদিকে, বিধ্বস্ত হওয়ার পর বিমানের যাত্রী ও ক্রুদের অবস্থা কী, তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, বিমান আরোহীদের কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই। ইরানের জরুরি অবস্থাবিষয়ক কর্মকর্তা পির হোসেইন কুলিবন্দ জানান, এ দুর্ঘটনায় আরোহীদের সবাই নিহত হয়েছে। সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
বিমান চলাচলের খবরাখবর রাখা ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় আজ বুধবার ভোর ৬টা ১২ মিনিটে ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট-৭৫২ উড্ডয়ন করে। এর প্রায় আট মিনিট পর বিমানটি বিধ্বস্ত হয়।
এদিকে স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে শুরু করে প্রথমে পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-আসাদ মার্কিন বিমানঘাঁটিতে এবং পরে মধ্য ইরাকের কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলের মার্কিন বিমানঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পেন্টাগন ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভির খবরে সুনির্দিষ্টভাবে ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা বলা হয়।