দক্ষিণ আফ্রিকার পার্লামেন্ট ভবনে আগুন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/02/south-africa.jpg)
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে পার্লামেন্ট ভবনে আজ রোববার বড় ধরনের আগুন লেগেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসির খবরে ভিডিও ফুটেজের বরাতে বলা হয়েছে—পার্লামেন্ট ভবন এলাকার আকাশ কালো ধোঁয়ার ছেয়ে গেছে। এবং ভবনের ছাদ থেকে আগুনের বড় বড় শিখা বের হতে দেখা গেছে।
বিবিসি জানিয়েছে, ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2022/01/02/south-africa-inside.jpg 687w)
পার্লামেন্টের কাছেই গতকাল সেইন্ট জর্জের গির্জায় দেশটির নোবেলজয়ী আর্চবিশপ ডেসমন্ড টুটুর রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়েছিল।