দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে দল থেকে বহিস্কার
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলটির শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ফাঁস হওয়া নথির বরাত দিয়ে গতকাল রোববার (২৮ জুলাই) দেশটির একাধিক গণমাধ্যম এ খবর দিয়েছে। যদিও সিদ্ধান্তটি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
খালিজ টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্যের পাশাপাশি বলা হয়, ‘অভিযুক্ত সদস্যকে এএনসি থেকে বহিষ্কার করা হলো বলে জানিয়েছে এএনসি শৃঙ্খলা কমিটি। চলতি মাসের শুরুর দিকে জ্যাকব জুমার বিষয়ে কার্যক্রম শুরু হয়। সেই কমিটির সিদ্ধান্তের তথ্য এএফপির কাছে আছে। যদিও ২১ দিনের মধ্যে অভিযুক্ত সদস্যের ন্যাশনাল ডিসিপ্লিনারি কমিটিতে আপিল করার সুযোগ আছে।’