দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা (৬৯) গতকাল রোববার করোনায় আক্রান্ত হয়েছেন। তবে, তাঁর মধ্যে কোভিড-১৯-এর উপসর্গগুলো মৃদু বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার দিনের শুরুতে ‘কেপটাউনে সাবেক ডেপুটি প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে রাষ্ট্রীয় স্মরণ অনুষ্ঠানস্থল থেকে ফেরার পর প্রেসিডেন্ট অসুস্থ বোধ করতে শুরু করেন।’
পূর্ণডোজ কোভিড টিকাপ্রাপ্ত ছিলেন সিরিল রামাফোসা। বর্তমানে তিনি কেপটাউনে আইসোলেশনে রয়েছেন।
ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজা আগামী সপ্তাহ প্রেসিডেন্টের কাজকর্মের দেখভাল করবেন।
গত কয়েকদিনে দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের আগমনে দেশটিতে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বেড়েছে। দৈনিক সংক্রমণ ২০ হাজারে গিয়ে ঠেকেছে। তবে, নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্তদের গুরুতর অসুস্থ হওয়ার লক্ষণ দেখছেন না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা।