দেশে ফেরত পাঠালে আত্মহত্যা করব : নীরব মোদি
ঋণ খেলাপের মামলার অভিযুক্ত ভারতের বিজয় মালিয়া বলেছিলেন, ভারতীয় জেলের অবকাঠামো অত্যন্ত খারাপ। তাঁকে যেন এমন কারাগারে না পাঠানো হয়। এবার ব্রিটেনে বিচারাধীন আরেক ঋণ খেলাপের মামলায় অভিযুক্ত নীরব মোদি বললেন, তাঁকে ভারতে ফেরত পাঠালে তিনি আত্মহত্যা করবেন।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এক প্রতিবেদনে জানায়, গত বুধবার ব্রিটেনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে এমনই হুঁশিয়ারি দিয়েছেন হীরা ব্যবসায়ী নীরব মোদি।
প্রতিবেদনে বলা হয়, মাথার উপর ১১ হাজার কোটি টাকার ঋণ খেলাপের অভিযোগ নীরব মোদির। এমন পরিস্থিতিতে তাঁকে ভারতে ফেরানোর সব ধরনের পদক্ষেপ করছে কেন্দ্র সরকার। এ দিন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে জামিনের আর্জি জানিয়েও ব্যর্থ হয়েছেন নীরব মোদি।
ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এমা আরবথনট জানান, একজন মানুষের অতীতই নির্ধারণ করে ভবিষ্যতে তিনি কী করতে পারেন। নীরব মোদিকে জামিন দিলে তদন্ত কার্যক্রম ব্যাহত হতে পারে আশঙ্কা করে মোদিকে জামিন দেননি বিচারক আরবথনট।
এ দিন জামিন আবেদন খারিজ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন নীরব মোদি। কারণ, পরবর্তী শুনানি নির্ধারণ করা হয়েছে আগামী বছর মে মাসে। এর মধ্যে তাঁর জামিনের আবেদন শোনা হবে না।