দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল
ব্রিটেনের প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল দ্বিতীয় সন্তানের মা-বাবা হতে যাচ্ছেন। ভ্যালেন্টাইনস ডের ঘোষণায় তাঁদের এক মুখপাত্র এ কথা জানান। খবর বিবিসির।
এই দম্পতি সাদা-কালো রঙের একটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে প্রিন্স হ্যারি হাসিমুখে একটি গাছের নিচে বসে আছেন আর তাঁর কোলে শুয়ে আছেন মেগান। ছবিতে মার্কেলকে (৩৯) গর্ভবতী বলে মনে হয়েছে।
ওই মুখপাত্র জানান, ‘আমরা নিশ্চিত করতে পারি আর্চি বড় ভাই হতে যাচ্ছেন। ডিউক ও ডাচেস অব সাসেক্স দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় ভীষণ আনন্দিত।’
উল্লেখ্য, ৩৭ বছর আগে ঠিক এই দিনে ব্রিটিশ পত্রপত্রিকা প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়নার দ্বিতীয় সন্তান অর্থাৎ হ্যারিকে গর্ভধারণের ঘোষণা দিয়েছিল।
ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের নাতি হ্যারি (৩৬) ও মেগান গত বছরের মার্চ মাসে প্রথম সারির রাজকীয় দায়িত্ব থেকে সরে যান। বর্তমানে তাঁরা ক্যালিফোর্নিয়ায় বসবাস করছেন।
বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র জানিয়েছেন, ডিউক অব এডিনবার্গ, প্রিন্স অব ওয়েলসসহ পুরো পরিবার নতুন এ খবরে আনন্দিত এবং তাঁদের জন্য শুভ কামনা করেছেন।
এর আগে গত নভেম্বরে নিউইয়র্ক টাইমস জুলাই মাসে মার্কেলের মিসক্যারেজ হওয়ার খবর জানিয়েছিল।