নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে নিহতের সংখ্যা বেড়ে ১৯
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির ভয়াবহ অগ্ন্যুৎপাতের ঘটনায় আজ সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। পুলিশ নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তবে নিহত দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
পুলিশের মুখপাত্র জানান, অকল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আরেক ব্যক্তি গতকাল রোববার মারা গেছেন।
গত ৯ ডিসেম্বর অগ্ন্যুৎপাত ঘটার সময় ওই দ্বীপে ৪৭ ব্যক্তি উপস্থিত ছিলেন। তাঁদের অধিকাংশই অস্ট্রেলীয় পর্যটক। তাঁদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের অনেকের অবস্থাই গুরুতর।