নিউজিল্যান্ড এখন করোনামুক্ত, উঠে যাচ্ছে বিধিনিষেধ
নিউজিল্যান্ডে এ মুহূর্তে কোনো সক্রিয় নভেল করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগী নেই। গত দুই সপ্তাহে দেশটিতে শনাক্ত হয়নি নতুন কোনো কোভিড-১৯ রোগী। এমন পরিস্থিতিতে আজ সোমবার মধ্যরাত থেকে দেশে জারি করা সতর্কতার মাত্রা সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।
জেসিন্ডার এ ঘোষণার মধ্য দিয়ে নিউজিল্যান্ডে কোভিড-১৯-সংক্রান্ত সব কড়াকড়ি তুলে নেওয়া হচ্ছে। তবে সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
নিউজিল্যান্ডে আগামীকাল মঙ্গলবার থেকে যেকোনো ধরনের সরকারি ও ব্যক্তিগত আয়োজনের অনুষ্ঠান, ব্যবসা-বাণিজ্য, গণপরিবহণসহ দেশের মধ্যে সব ধরনের ভ্রমণে কোনো বিধিনিষেধ থাকছে না।
তবে, নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব যেকোনো সময় আবার হতে পারে বলে সতর্কবার্তা দিয়ে রেখেছেন আরডার্ন।
নিউজিল্যান্ডে কয়েক সপ্তাহব্যাপী কড়া লকডাউন ছিল এবং করোনার মহামারি ঠেকাতে দেশটি সফল হয়েছে।
নিউজিল্যান্ডে মোট এক হাজার ৫০৪ জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছেন ২২ জন।