নিউজ করপোরেশনের বোর্ড থেকে পদত্যাগ করলেন জেমস মার্ডক
মিডিয়া মোগল রুপার্ট মার্ডকের ছোট ছেলে জেমস মার্ডক নিউজ করপোরেশনের পরিচালনা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। গতকাল শুক্রবার নিউজ করপোরেশন বোর্ডকে লেখা এক চিঠিতে নিজের পদত্যাগের কথা জানান জেমস। পরে সেই চিঠি প্রকাশ করে সংস্থাটি। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
নিজেদের পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয়র বিষয়বস্তু ও কোম্পানির নেওয়া কৌশলগত বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মতপার্থক্যের জেরে জেমস মার্ডক পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে কোন কোন সিদ্ধান্ত বা সম্পাদকীয় বিষয় নিয়ে কী ধরনের মতবিরোধ রয়েছে, পদত্যাগপত্রে তার বিস্তারিত উল্লেখ ছিল না।
নিউজ করপোরেশন এক বিবৃতিতে বলেছে, ‘কোম্পানিতে বহু বছরের সেবার জন্য জেমসের প্রতি কৃতজ্ঞতা এবং ভবিষ্যৎ অগ্রযাত্রায় আমরা তাঁর সাফল্য কামনা করি।’
জলবায়ু পরিবর্তনবিষয়ক খবর নিয়ে এর আগে ওয়াল স্ট্রিট জার্নালসহ নিউজ করপোরেশনের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন সংবাদমাধ্যমের কঠোর সমালোচনা করেছিলেন জেমস। সাম্প্রতিক বছরগুলোতে আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের সমর্থক জেমসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থক বাবা রুপার্ট মার্ডকের রাজনৈতিক বিরোধও বেশ কয়েকবারই প্রকাশ্যে এসেছে।