পদত্যাগ করছেন বিবিসি মহাপরিচালক টনি
ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) মহাপরিচালকের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন টনি হল। সাত বছর ওই পদে থাকার পর টনি এই ঘোষণা দিলেন।
ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান তাদের অনলাইন প্রতিবেদনে জানিয়েছে, আজ স্থানীয় সময়য় সোমবার এক ই-মেইল বার্তায় টনি তাঁর সহকর্মীদের এই বার্তা জানিয়ে দিয়েছেন। ওই ই-মেইল বার্তায় টনি জানিয়েছেন, এ বছরের গ্রীষ্মেই তিনি তাঁর পদ থেকে সরে যাবেন।
সহকর্মীদের কাছে পাঠানো ওই বার্তায় দায়িত্ব ছাড়ার বিষয়ে আবেগঘন বক্তব্যে টনি লিখেছেন, ‘এটা আমার জন্য কঠিন একটি সিদ্ধান্ত। আমি বিবিসিকে ভালোবাসি... আমি যদি আমার মনের কথা শুনতাম, তাহলে কখনো পদত্যাগ করতে চাইতাম না।’
ই-মেইল বার্তায় টনি দাবি করে বলেছেন, দায়িত্ব নেওয়ার সময় বিবিসি যতটা শক্তিশালী ছিল তার চেয়ে অনেক বেশি শক্তিশালী অবস্থানে বিবিসিকে রেখে বিদায় নেবেন তিনি।
২০১২ সালের নভেম্বরে তৎকালীন বিবিসি মহাপরিচালক জর্জ এনটুইসেলের পদত্যাগের পর এ পদে আসীন হয়েছিলেন বার্তা বিভাগের সাবেক পরিচালক ও রয়েল অপেরা হাউজের প্রধান নির্বাহী টনি।