পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধের প্ররোচনার অভিযোগ পুতিনের
পশ্চিমাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধের প্ররোচনার অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একইসঙ্গে ইউক্রেনে প্রায় এক বছর ধরে চলা যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই অভিযোগ করেন। খবর রয়টার্সের।
পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো ইউক্রেনে সংঘাত বাড়াচ্ছে। তাদের ধারণা, সংঘর্ষে মস্কোকে তারা পরাজিত করতে পারবে। তবে, এটি ভুল ধারণা।
দুপাশে চারটি করে রুশ পতাকা নিয়ে রাজনৈতিক ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের উদ্দেশে পুতিন বলেন, ইউক্রেনে আমাদের কাজগুলো সাবধানে ও ধারাবাহিকভাবে সমাধান করা হবে।
রয়টার্স বলছে, ভাষণে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন পুতিন। একইসঙ্গে পশ্চিমাদের বিশ্বযুদ্ধ নিয়ে সতর্ক করেছেন তিনি। এমনকি ইউক্রেনের যুদ্ধকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করেছেন।
যুদ্ধ নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আমি যুদ্ধের ময়দানে নিহতদের পরিবারের কষ্ট বুঝি।
পুতিন আরও বলেন, ইউক্রেনের জনগণ ও কিয়েভ সরকার পশ্চিমা শাসকদের কাছে জিম্মি হয়ে পড়েছে। রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক দিক থেকে পশ্চিমারা দেশটিকে দখল করে নিয়েছে। পশ্চিমারা এই যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপান্তরিত করতে চায়। আমরা তাদের ধারণা বুঝেছি ও সেই অনুযায়ী পদক্ষেপ নিব। কারণ, এখানে আমাদের দেশের অস্তিত্বও রয়েছে।
রাশিয়াকে পরাজয় করা অসম্ভব জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনে আমাদের পরাজয় অসম্ভব। ৭০ বছর বয়সী ক্রেমলিন প্রধান আমাকে বলেছেন, রুশ সমাজ ব্যবস্থাকে ভেঙে ফেলার পশ্চিমাদের প্রচেষ্টাকে ধ্বংস করা হবে।