পাসপোর্ট থেকে ‘চীন’ বাদ দিয়েছে তাইওয়ান

চীনের সঙ্গে তাইওয়ানের দাপ্তরিক নামের মিল থাকায় বিভ্রান্তির সৃষ্টি হয়। এ কারণে পাসপোর্টের নকশা বদলে ফেলছে তাইওয়ান।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, তাইওয়ানের পাসপোর্টের ওপরে বড় করে ‘রিপাবলিক অব চায়না’ লেখা রয়েছে, এটি দেশটির দাপ্তরিক নাম। করোনা মহামারির সময় পাসপোর্টে লেখা এ নাম নিয়ে স্বশাসিত দ্বীপটির নাগরিকদের অন্য দেশে ঢুকতে বেশ সমস্যা হয়েছিল বলে কর্তৃপক্ষ জানায়।
চীনের উহান থেকে ভাইরাসটি সংক্রমিত হয় বলে সেসময় চীনা নাগরিকদের বিভিন্ন দেশে প্রবেশে নানা বিধিনিষেধ ছিল।
আজ বুধবার স্বশাসিত দ্বীপটির পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ বলেন, ‘তাইওয়ানের নাগরিকদের ভুল করে চীনের নাগরিক ভাবা বন্ধ করতেই পাসপোর্টে পরিবর্তন আনা প্রয়োজন হয়ে পড়েছে।’
আগামী বছরের জানুয়ারি থেকে ছাপা হওয়া নতুন পাসপোর্টে ‘রিপাবলিক অব চায়না’ লেখাটি থাকছে না। নিচে অপেক্ষাকৃত ছোট করে থাকা ‘তাইওয়ান’ শব্দ আরো বড় আকারে থাকবে নতুন পাসপোর্টে।
তবে ইংরেজিতে দাপ্তরিক নামটি না থাকলেও চীনা হরফে ‘রিপাবলিক অব চায়না’ লেখাটা আগের মতোই থাকবে। জাতীয় প্রতীকের চারপাশে বৃত্তাকারে ছোট করেও ইংরেজি দাপ্তরিক নামটি থাকবে।
একইভাবে তাইওয়ান তাদের সবচেয়ে বড় ক্যারিয়ার চায়না এয়ারলাইনসের নাম ও নকশা বদলের কথাও বিবেচনা করছে।