প্রথম আরব আমিরাত সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সফরে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি আজ সোমবার আরব আমিরাতের যুবরাজ শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এ খবর জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর মুখপাত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, নাফতালি বেনেট এবং শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান ইসরায়েল ও ইউএই’র মধ্যকার সম্পর্ক গভীর করতে, বিশেষ করে অর্থনৈতিক ও আঞ্চলিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন।
এটিই প্রথম কোনো ইসরায়েলি প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে এ কথা বলা হয়।
তবে, ইউএই সরকারের কাছ থেকে এ সফর নিয়ে কোনো তথ্য পায়নি আলজাজিরা।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘আব্রাহাম অ্যাকর্ড’খ্যাত চুক্তির আওতায় গত বছর নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করে ইউএই ও ইসরায়েল। এর ফলে পর্যটন, প্রযুক্তিসহ অর্থনীতির বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে লেনদেন শুরু হয়েছে।