প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান
কয়েকবারের ব্যর্থতার পরে সফলভাবে প্রথম সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অফিশিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
বুধবার আইআরজিসির ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়, নুর (আলো)-১ নামের ইরানের প্রথম স্যাটেলাইটটি সফলভাবে কক্ষপথে যাত্রা শুরু করেছে, খবর আল জাজিরা।
ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি দাশত-ই কাভির থেকে ‘নুর’কে নিক্ষেপ করা হয়। কৃত্রিম এ স্যাটেলাইটটি কক্ষপথ পর্যন্ত বহন করেছে দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি বাহক রকেট কাসেদ।
আইআরজিসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক এই স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হলো।