প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকছেন না বরিস জনসন
করোনার বিধিনিষেধের কারণে প্রয়াত প্রিন্স ফিলিপের শেষকৃত্যে থাকতে পারছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যতটা সম্ভব পরিবারের সদস্যদেরই ওই শেষকৃত্যে থাকার কথা রয়েছে।
করোনা সংক্রমণের কারণে প্রিন্স ফিলিপের শেষকৃত্যে খুব বেশি লোকসমাগম থাকছে না।
উইন্ডসরের সেন্ট জর্জ চ্যাপেলে প্রিন্স ফিলিপের সন্তান, নাতি-নাতনি ও তাঁর পরিবারের ঘনিষ্ঠ লোকজনসহ মাত্র ৩০ জন শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারবেন।
সাধারণ জনগণকে পুরো অনুষ্ঠান থেকে দূরেই থাকতে হচ্ছে। তবে অনলাইন এবং টিভিতে এই অনুষ্ঠান সম্প্রচার করা হবে। খবর স্কাই নিউজের।
গত শুক্রবার ৯৯ বছর বয়সে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপ মৃত্যুবরণ করেন।
৭৩ বছরের দাম্পত্য জীবন পার করেছেন রানি দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী ফিলিপ। রানির আদেশেই ব্রিটিশ রাজতন্ত্রে একসময় তিনি হয়ে ওঠেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি।
যুক্তরাজ্যের বাকিংহাম প্রাসাদ থেকে ঘোষণা করা হয়েছে, ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্য অনুষ্ঠিত হবে উইন্ডসরে আগামী ১৭ এপ্রিল এপ্রিল। বাকিংহাম প্রাসাদ থেকে জানানো হয়েছে, ১৭ এপ্রিল ব্রিটিশ স্থানীয় সময় বিকেল ৩টায় তাঁর শেষকৃত্য হবে।