ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ইউক্রেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ

ইউক্রেনের প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুক পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। এরই মধ্যে শুক্রবার প্রেসিডেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে নিয়ে প্রধানমন্ত্রী ওলেকসি হঞ্চারুকের সমালোচনার একটি অডিও ফাঁস হয়েছে। ওই ঘটনায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হঞ্চারুক।
শুক্রবার ফেসবুক পোস্টে হঞ্চারুক বলেন, ‘প্রেসিডেন্টের প্রতি আমাদের শ্রদ্ধা ও বিশ্বাস সম্পর্কে যেকোনো ধরনের সন্দেহ দূর করতে আমি পদত্যাগপত্র লিখেছি এবং এটি প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেছি।’
ফাঁস হয়ে যাওয়া অডিও ক্লিপে ইউক্রেনের অর্থনৈতিক সংকট নিয়ে প্রেসিডেন্ট ভোলোদোমির জেলেনস্কির সমালোচনা করতে শোনা যায় প্রধানমন্ত্রী ওলেকসাইকে। অডিওতে তিনি বলেন, দেশের প্রেসিডেন্ট অর্থনীতি সম্পর্কে কিছুই বোঝেন না।
ফাঁস হওয়া অডিওর কণ্ঠের সঙ্গে ওলেকসি হঞ্চারুকের কণ্ঠের অনেক মিল রয়েছে। তবে এটি সত্যিই তাঁর কণ্ঠ কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।
চলতি সপ্তাহে ইউক্রেনের প্রধানমন্ত্রীর এই অডিও ফাঁস হয়। গত ডিসেম্বরে দেশটির ন্যাশনাল ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর একটি অনানুষ্ঠানিক বৈঠকের অডিও রেকর্ড বলে দাবি করা হয়।