ফ্রান্সের নিসে হামলাকারী যুবক তিউনিসিয়ার
ফ্রান্সের নিসে হামলাকারী যুবক কয়েকদিন আগে তিউনিসিয়া থেকে এসেছিলেন বলে জানা গেছে। সংবাদমাধ্যম বিবিসি ও ডয়চে ভেলে জানিয়েছে, ২১ বছর বয়সী ওই হামলাকারী যুবকের সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রসের নথিপত্র ছিল। অভিবাসী হিসেবে নৌকায় করে গত মাসে ইতালীয় দ্বীপ লাম্পেদুসায় নামেন তিনি।
পরে সেখানে ১৪ দিনের কোয়ারেন্টিন সম্পন্ন করে কয়েকদিন আগে ফ্রান্সে ঢোকেন ওই যুবক। ফ্রান্সে এসেই নিস শহরের গির্জায় হামলা চালান এবং তিনজনকে হত্যা করেন। তাঁর পকেট থেকে পবিত্র কোরআনের একটি কপি, দুটি সেলফোন এবং একটি ১২ ইঞ্চি ছুরি পাওয়া গেছে বলে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন।
নিসের গির্জায় তিনজনকে হত্যার পরই লিওঁ শহরে এক আফগান বড় ছুরি নিয়ে ট্রামে উঠতে চেয়েছিলেন। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।
গির্জায় আক্রমণের ঘটনাকে আরেকটি ‘ইসলামী সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেছেন, ‘গির্জা ও স্কুলের মতো জায়গাগুলোকে রক্ষা করার জন্য সেনা সদস্যের সংখ্যা তিন হাজার থেকে বাড়িয়ে সাত হাজার করা হয়েছে। আক্রমণের তদন্ত শুরু হয়েছে।’
ম্যাক্রোঁ বলেছেন, ‘আমরা যদি আবার আক্রান্ত হই, তাহলে বুঝতে হবে আমাদের মূল্যবোধের ওপর আঘাত হানা হচ্ছে। এই মূল্যবোধগুলোই আমাদের স্বাধীনতা। আমরা মুক্ত চিন্তার পক্ষে। কোনো জঙ্গি হানার কাছে আমরা মাথা নত করব না। আমি আবার জানাতে চাই, আমরা কোনো কিছুর কাছে আত্মসমর্পণ করব না।’