ফ্রান্সের নিস শহরে গির্জায় ‘সন্ত্রাসী হামলা’, নিহত ৩
ফ্রান্সের নিস শহরে বৃহস্পতিবার একটি গির্জায় ছুরি নিয়ে চালানো হামলায় তিনজন মারা গেছেন। নিস শহরের মেয়র ক্রিশ্চিয়ান এসট্রোসির বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একজন নিহত ব্যক্তি যিনি গির্জায় প্রার্থনা করতে এসেছিলেন তাঁর ‘প্রায় শিরশ্ছেদ’ করা হয়েছে।
এদিকে হামলার পর পরই সন্দেহভাজন এক ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে নিস শহরের এ হামলার ঘটনার উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো কিছু বলেনি।
গির্জার কাছে থাকেন শ্লো নামের এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘আমরা রাস্তায় অনেক লোকের চেঁচামেচি শুনতে পাই। জানলা দিয়ে দেখি প্রচুর সংখ্যায় পুলিশ আসছে। বন্দুকের গুলির আওয়াজ শুনতে পাই। অনেক গুলির আওয়াজ।’
মেয়র এই হত্যাকাণ্ডকে শিক্ষক স্যামুয়েল প্যাটির সাম্প্রতিক হত্যার সঙ্গে তুলনা করেছেন। সাম্প্রতিক প্যারিসের উপকণ্ঠে একটি স্কুলের ক্লাসরুমে বিশ্বনবী (সা.)-এর কার্টুন দেখানোর সূত্রে ওই শিক্ষককে স্কুলের কাছেই হত্যা করা হয়।
তবে ওই কার্টুন প্রকাশের সমর্থন করে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক মন্তব্যে মুসলিম বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এবং কয়েকদিন ধরেই কিছু দেশে বিক্ষোভ হয়েছে। কোনো কোনো দেশে ফরাসি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়েছে।