ফ্রান্সের শার্লি হেবদো আবারও মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে
ফ্রান্সের রম্য ম্যাগাজিন শার্লি হেবদো আবারও মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র পুনরায় প্রকাশ করেছে। ২০১৫ সালে ওই ম্যাগাজিনটির কার্যালয়ে বন্দুক হামলার বিচার চলতি সপ্তাহে শুরু হচ্ছে। একে সামনে রেখে এগুলো প্রকাশ করা হয়েছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
এমন ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ২০১৫ সালের ৭ জানুয়ারি ম্যাগাজিনটির কার্যালয়ে হামলা চালানো হয়। এতে ম্যাগাজিনটির সম্পাদক ও তিনজন কার্টুনিস্টসহ ১২ জন নিহত হয়। আর দুই হামলাকারী নিহত হন। এর কয়েকদিন পর প্যারিসে আরেকটি হামলায় পাঁচজন নিহত হন। সেই হামলার সঙ্গে আগের হামলার যোগসূত্র রয়েছে বলেও দাবি করা হয়।
শার্লি হেবদো অফিসে হামলার ঘটনায় ১৪ জনকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। এর মধ্যে তিনজনের অনুপস্থিতে বিচার হবে। এ মামলাটির বিচার মার্চে শুরু হলেও করোনা মহামারির কারণে আটকে যায়।
ম্যাগাজিনটির সম্পাদকীয়তে বলা হয়েছে, ২০১৫ সালের হত্যাকাণ্ডের পর থেকে প্রায়ই মহানবী (সা.)-এর অন্যান্য ব্যঙ্গচিত্রগুলো প্রকাশ করার অনুরোধ করা হয়েছিল।