ফ্রান্সে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা, বন্দুকধারী নিহত
ফ্রান্সের মধ্যাঞ্চলে তিন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার পর গুলিবিদ্ধ হয়ে ওই সন্দেহভাজন বন্দুকধারী নিহত হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ৪৮ বছর বয়সী সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তির বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে। বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।
মধ্য ফ্রান্সের একটি দুর্গম গ্রামের এক নারী আজ বুধবার সকালে দৌড়ে বাড়ির ছাদে ওঠেন। পুলিশ কর্মকর্তারা এ ঘটনায় জরুরি নম্বরে প্রতিবেশীদের কল পেয়ে সেখানে যান।
বন্দুকধারী ব্যক্তি প্রথমে এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করে। পরে আরো দুই পুলিশ কর্মকর্তাকেও গুলি করলে তাদের দুজনেরও মৃত্যু হয়। বন্দুকধারী ব্যক্তি ওই বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
তবে ওই নারীকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নিহত পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।