ফ্রান্সে মাঝ আকাশে দুই প্লেনের সংঘর্ষ, নিহত ৫
ফ্রান্সের পশ্চিম-মধ্যাঞ্চলীয় একটি শহরে মাঝ আকাশে দুটি প্লেন সংঘর্ষের পর ভূপাতিত হয়ে অন্তত পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ফ্রান্সের ট্যুরস শহরের দক্ষিণ-পূর্ব এলাকায় গতকাল শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
হালকা উড়োজাহাজদুটি ভূপাতিত হওয়ার পর ফায়ার সার্ভিসের অন্তত ৫০ জন সদস্যসহ উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
দুটি প্লেনের মধ্যে অপেক্ষাকৃত ছোট যানটি পাইলটসহ দুজন আরোহী নিয়ে লোচেস শহরের একটি বাড়ির বেড়ার ওপর বিধ্বস্ত হয়। লোচেস শহরটি টুরস শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকে অবস্থিত।
বার্তা সংস্থা এএফপি একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানিয়েছে, প্লেনটি একটি বাড়ির বৈদ্যুতিক মিটারের ওপর পড়ার পর তাতে আগুন ধরে যায়।
অন্যদিকে, অপেক্ষাকৃত বড় প্লেনটি তিনজন পর্যটকসহ ৩২৮ ফুট দূরে একটি নির্জন এলাকায় আছড়ে পড়ে।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তা নাদিয়া সেঘিয়ার বলেন, ‘দুটি প্লেনে থাকা পাঁচজন নিহত হয়েছে।’
নাদিয়া আরো বলেন, ‘লিওন থেকে জরুরি ব্যবস্থাপনা কর্মী এনে প্লেন দুটি কোথায় বিধ্বস্ত হয়েছে, তা দ্রুত শনাক্ত করা হয়েছে।’
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ কিংবা নিহতদের পরিচয় জানা যায়নি। স্থানীয় পুলিশ এ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।