ফ্রান্সে লকডাউনের প্রথম দিন প্রায় অর্ধলাখ করোনা রোগী শনাক্ত
নভেল করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় লকডাউন আরোপের প্রথম দিন ফ্রান্সে ৪৯ হাজার ২১৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে ২৫৬ জনের। মোট মৃত্যু সাড়ে ৩৬ হাজার ছাড়িয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে সংবাদ সংস্থা সিনহুয়া এসব তথ্য জানিয়েছে।
এ পর্যন্ত ফ্রান্সের ১৩ লাখ ৩১ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মাত্র এক লাখ ১৬ হাজার ৫৩৩ জন সুস্থ হতে পেরেছে। বাকি ১১ লাখ ৭৮ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন।
ফ্রান্সে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দ্বিতীয়বারের মতো দেশজুড়ে লকডাউনের ঘোষণা দেন গত বৃহস্পতিবার। এদিন মধ্যরাতে শুরু হওয়া এই লকডাউন নভেম্বরের শেষ পর্যন্ত চলবে।
ম্যাক্রোঁ বলেন, শুক্রবার থেকে শুরু হতে যাওয়া নতুন লকডাউনের ক্ষেত্রে শুধু চিকিৎসা অথবা জরুরি কাজের জন্য বাড়ি থেকে বের হতে পারবে মানুষ। তবে এই পর্যায়ে রেস্তোরাঁ ও পানশালা বন্ধ থাকলেও স্কুল ও কারখানা খোলা থাকবে।
ফরাসি প্রেসিডেন্ট বলেন, ‘ফ্রান্স দ্বিতীয় দফা সংক্রমণ ছড়ানোর ঝুঁকির মধ্যে আছে, যা নিশ্চিতভাবে প্রথম দফার চেয়ে গুরুতর।’
এদিকে, ইউরোপের আরেক দেশ জার্মানিও জরুরি লকডাউন আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে জার্মানিতে লকডাউনের বিধিনিষেধের নিয়ম ফ্রান্সের তুলনায় কিছুটা শিথিল রাখা হয়েছে।