ফ্লোরিডায় আগাম ভোট : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্তপূর্ণ রাজ্য হিসেবে বিবেচিত ফ্লোরিডায় ভোটাররা সোমবার আগাম ভোট দিয়েছেন। দক্ষিণ ফ্লোরিডায় ভোটারদের মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে।
বরাবরের মতো ফ্লোরিডায় এবারও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। জনমত জরিপে বাইডেন ট্রাম্পের চেয়ে মাত্র ১.৪ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। কিন্তু দুই সপ্তাহেরও কম সময় আগে বাইডেন এ রাজ্যে ৪.৫ শতাংশ এগিয়ে ছিলেন।
এবারে ৩ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে মেইলেও রেকর্ডসংখ্যক ভোটার ভোট দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি। এ অবস্থায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন তাঁদের চূড়ান্ত ও জোর প্রচার চালিয়ে যাচ্ছেন।
এ প্রচারণায় তাঁরা সুইং স্টেটগুলোকে প্রাধান্য দিচ্ছেন। বাইডেন তাঁর রানিং মেট কমলা হ্যারিসকে ফ্লোরিডায় পাঠিয়েছেন।
অন্যদিকে ট্রাম্প পশ্চিমাঞ্চলীয় সুইং স্টেট আরিজোনায় গেছেন। এ রাজ্যে ২০০৬ সালে ট্রাম্প বিজয়ী হয়েছিলেন।