বছরে বেতন ৯ কোটি, খাবার চুরির অভিযোগে চাকরিচ্যুত ভারতীয় ব্যাংকার
লন্ডনে ক্যান্টিন থেকে খাবার চুরির অভিযোগে চাকরিচ্যুত করা হলো এক উচ্চপদস্থ ভারতীয় ব্যাংকারকে। ঘটনাটি সামনে আসতেই আলোড়ন পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
লন্ডনের ক্যানারি ওয়ারফে সিটি ব্যাংকের ইউরোপীয় সদর দপ্তরে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন পারস শাহ (৩১)। পারসের বার্ষিক আয় আনুমানিক নয় কোটি ২০ লাখ রুপি (১০ লাখ পাউন্ডের বেশি)। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসেই সিটি ব্যাংকের বন্ড ট্রেডিং বিভাগের প্রধানের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ এ খবর জানিয়েছে।
তবে পারসের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ সিটি গ্রুপ কর্তৃপক্ষ। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সিটি ব্যাংকের ইউরোপীয় সদর দপ্তরের ক্যান্টিন থেকে স্যান্ডউইচ চুরির অভিযোগে চাকরিচ্যুত করা হয়েছে পারস শাহকে।
জানা গেছে, ইউরোপে ক্রেডিট ট্রেডারদের মধ্যে অন্যতম সেরা ছিলেন পারস। তাঁর এক সহকর্মী বলেন, ‘সবাই তাঁকে পছন্দ করতেন। কাজের ক্ষেত্রেও তিনি খুব সফল।’ এইচএসবিসি ব্যাংকে সাত বছর কাটিয়েছেন পারস। এরপর ২০১৭ সালে সিটি গ্রুপে যোগ দেন তিনি। খুব অল্প সময়ের মধ্যে সাফল্যের চূড়ায় পৌঁছান পারস।
ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামনেই ব্যাংকের জ্যেষ্ঠ কর্মীদের বার্ষিক বোনাস পাওয়ার কথা ছিল। এর এক সপ্তাহ আগেই অভিযোগের আঙুল ওঠে পারসের বিরুদ্ধে। যদিও পারস কতবার ক্যান্টিন থেকে চুরি করেছেন, তা জানা যায়নি। একাধিক সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হলেও পারস এ বিষয়ে মুখ খুলতে চাননি।