বরিস জনসনের বাবার বিরুদ্ধে নারী এমপির অযাচিত স্পর্শের অভিযোগ
ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নারী আইনপ্রণেতা ক্যারোলিন নোকসসহ দুই নারী দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের বাবার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ক্যারোলিন নোকস এবং জনসনের বাবা স্ট্যানলি জনসন ২০০৩ সালে ব্রিটেনের সংসদ নির্বাচনে প্রার্থী ছিলেন। সে সময় ক্যারোলিন নোকসকে অযাচিত স্পর্শ করেছিলেন স্ট্যানলি।
দেশটির পার্লামেন্টের উইমেন অ্যান্ড ইকুয়ালিটিজ সিলেক্ট কমিটির চেয়ারম্যান এবং সাবেক সরকারের মন্ত্রী ছিলেন ক্যারোলিন নোকস। নারী ও তরুণীদের বিরুদ্ধে সহিংসতা নিয়ে স্কাই নিউজের এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে ক্যারোলিন বলেছেন, স্ট্যানলি জনসন তাঁর পেছনের দিকে অযাচিতভাবে স্পর্শ করেছিলেন। খবর বিবিসির।
ক্যারোলিন নোকস ২০১০ সালে রমসি এবং সাউদাম্পটন নর্থের সংসদ সদস্য ছিলেন। তিনি বলেন, ‘আমি একজন বিশিষ্ট মানুষের কথা মনে করতে পারি, ডেভনের টেইনব্রিজের কনজারভেটিভ প্রার্থী ছিলেন, তিনি আমাকে পেছন দিক থেকে যতটা কঠিনভাবে মারা যায়, মেরেছিলেন এবং চলে যান, ওহ!’
সেই ব্যক্তি কে ছিলেন, জানতে চাইলে ক্যারোলিন বলেন, ‘আমার সঙ্গে এই কাজ করেছিলেন স্ট্যানলি জনসন।’
ব্রিটেনের সংসদে কখনই নির্বাচিত হতে পারেননি জনসনের বাবা স্ট্যানলি জনসন। তবে তিনি ইউরোপীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ক্যারোলিনের এই অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্কাই নিউজকে স্ট্যানলি জনসন বলেন, ‘ক্যারোলিন নোকসের কথা আমার একেবারেই মনে নেই। আপনি তার কাছে যান। আমার কোনো জবাব নেই।’