বিশ্বনবীর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে ইসরায়েলেও বিক্ষোভ
ইসলাম ধর্ম ও বিশ্বনবী হজরত মোহাম্মদ (সা.)কে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। বিশ্বনবীকে নিয়ে একটি বিতর্কিত কার্টুন দেখানোর জেরে খুন হওয়া ফরাসি শিক্ষক স্যামুয়েল প্যাটিকে সম্মান জানাতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সম্প্রতি ম্যাক্রোঁ এ কথা বলেছেন।
ম্যাক্রোঁর ওই বক্তব্যের প্রতিবাদের বিক্ষোভ প্রদর্শন করেছে মধ্যপ্রাচ্যের ইহুদিবাদী দখলদার রাষ্ট্র ইসরায়েলের আরব নাগরিকরা।
ফরাসি সংবাদ সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০০ জন বিক্ষোভকারী মাস্ক পরে ইসরায়েলে অবস্থিত ফ্রান্সের দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে। এ ছাড়া শনিবার (২৪ অক্টোবর) মাগরিবের নামাজের পর ইসরায়েলের রাজধানী তেল আবিবের জাফা জেলাতে বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া আমিন বুখারি নামের একজন বলেন, ‘মহানবী হজরত মোহাম্মদ (সা.) ইসলামের সবচেয়ে পবিত্র মানুষ। তাঁকে অসম্মান করা মানে পুরো মুসলিম জাতিকে অসম্মান করা।’
গত ১৬ অক্টোবর ফ্রান্সের একটি সড়কে শিক্ষক স্যামুয়েল প্যাটিকে হত্যা করেছিল এক তরুণ। কারণ, ওই শিক্ষক ক্লাসে মহানবীর কার্টুন দেখিয়ে মতপ্রকাশের স্বাধীনতার ব্যাখ্যা দিয়েছিলেন। শিক্ষকের ওপর হামলাকারী আবদৌলখ নামের ওই তরুণ ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন।