বিশ্বব্যাপী ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ডাউন
হঠাৎ করে বিশ্বব্যাপী ডাউন হয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এসব সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা।
বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি সোমবার (৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে বাংলাদেশেও এ সমস্যা দেখা দেয়।
সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকসের টুইটারে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, প্রায় গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তের বহু গ্রাহক এই সাইটগুলো আর ব্যবহার করতে পারছেন না। প্রায় এক ঘণ্টা ধরে ডাউন রয়েছে পরিষেবাগুলো। কী কারণে এই বিভ্রাট ঘটেছে তা এখনও জানানো হয়নি ফেসবুকের তরফ থেকে।
ফেইসবুক ও হোয়াটসঅ্যাপ তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে আলাদা বার্তায় জানিয়েছে, বিভ্রাট কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে তারা কাজ করছে। ইন্সটাগ্রামও একই ধরনের বার্তা দিয়েছে। তবে কী কারণে এই বিপত্তি ঘটল, সে বিষয়ে কোনো ধারণা তারা দেয়নি।
তবে এবারই প্রথম না যে, এভাবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম পরিষেবা ডাউন হলো। এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন ব্যবহারকারীরা। তবে এই সমস্যা সাময়িকভাবেই হয়ে থাকে।