ব্যভিচারের দায়ে ইরানে দুইজনের মৃত্যুদণ্ড
ব্যভিচারের দায়ে ইরানে দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। গতকাল শনিবার ৩৩ বছর ও ২৭ বছর বয়সী ওই তরুণ-তরুণীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ইরানের সংবাদমাধ্যম শার্ঘের প্রতিবেদনের বরাতে এএফপি এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের স্ত্রী এই বছরের শুরুতে তাঁর স্বামীর ব্যভিচারের প্রমাণ ভিডিওসহ পুলিশকে উপস্থাপন করেছিলেন। তখন ওই দম্পতিকে মৃত্যুদণ্ডের শাস্তি থেকে রেহাই দেওয়ার আবেদন করা হয়েছিল। কিন্তু ওই ব্যক্তির শ্বশুর মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানান এবং আদালত তাঁর পক্ষে রায় দেন।
ইরানের আইন অনুযায়ী, যদি ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে ক্ষমা করে দেয় তাহলে তাঁকে ক্ষমা করে দেওয়া হয়।
ইরানের ১৯৭৯ সালের বিপ্লবের পর থেকে ইসলামি শরিয়াহ আইন মানা হয়। এই আইন অনুযায়ী, ব্যভিচারের শাস্তি পাথর ছুড়ে মৃত্যুদণ্ড। তবে ২০১৩ সালে তেহরানের পক্ষ থেকে বলা হয়, এই মৃত্যুদণ্ড অন্য মাধ্যমেও দেওয়া যাবে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়, গত বছর ২৪৬টি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর মধ্যে একটি ছিল প্রকাশ্যে মৃত্যুদণ্ড।