ব্যাংক-দোকানপাটে মাস্ক পরা বাধ্যতামূলক করল ফ্রান্স
জনসমাগম হয় এমন আবদ্ধ স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে ফ্রান্স। আগামীকাল সোমবার থেকে ব্যাংক, দোকানপাট, বিপণিবিতানসহ জনসমাগমস্থলে মাস্ক পরার বাধ্যবাধকতা চালু হচ্ছে। সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান গতকাল শনিবার জানান, ফান্সজুড়ে কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব মোকাবিলার অংশ হিসেবে মাস্ক পরার বাধ্যবাধকতা জারি করছে দেশটির সরকার।
ফ্রান্সের বিভিন্ন স্থানে, বিশেষ করে পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, বিভিন্ন মাধ্যম থেকে এমন সতর্কবার্তা পাওয়ার পর অতিসত্বর মাস্ক পরার বাধ্যবাধকতা চালু করার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স সরকার। ফ্রান্সের পশ্চিম ও দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে গত মার্চ ও মে মাসে করোনার সংক্রমণ তুলনামূলক কম ছিল।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান টুইট করে বলেন, ‘(আগামীকাল) সোমবার থেকে বদ্ধ স্থানে অবশ্যই মাস্ক পরতে হবে। এসব স্থানের আওতায় থাকছে জনসাধারণের জন্য উন্মুক্ত ভবন, ইনডোর মার্কেট ও ব্যাংক।’