ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৩৬
ব্রাজিলের দক্ষিণ-পূর্ব উপকূলীয় রাজ্যে সাও পাওলোতে ভারী বৃষ্টিপাত,বন্যা ও ভূমিধসের ৩৬ জনের মৃত্যু হয়েছে। শতাধিক লোক বাস্তুচ্যুত হয়েছে। গতকাল রবিবার (১৯ ফেব্রুয়ারি) সাও পাওলো কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।
উবাতুবার মেয়র বলেছেন, নিহতদের মধ্যে সাত বছরের এক কিশোরীও রয়েছে।
বন্যা এবং ভূমিধসের কারণে শহরগুলো তাদের কার্নিভ্যাল উৎসব বাতিল করেছে। কার্নিভ্যাল উদযাপন করতে আসা সংখ্যক দর্শক উদ্ধারকর্মীদের সঙ্গে যোগ দিয়েছে। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্থদের সন্ধান করছে। বিচ্ছিন্ন সম্প্রদায়ের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন ও পর্যটক আটকে থাকা অবরুদ্ধ রাস্তাগুলো পরিষ্কার করছে।
আবহাওয়ার পূর্বাভাস অফিস জানায়, সাও পাওলোর উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। যা সিভিল ডিফেন্স ও ফায়ার ডিপার্টমেন্টের উদ্ধারকারী দলকে বিপদে ফেলবে এবং উচ্চ মৃত্যুর সম্ভাবনা বাড়াবে।
সাও পাওলো রাজ্য ছয়টি শহরের জন্য ১৮০ দিনের দুর্যোগ অবস্থা ঘোষণা করেছে। ফেডারেল সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার এবং পুনর্গঠনের কাজ শুরু করার জন্য বেশ কয়েকটি মন্ত্রণালয়কে একত্রিত করেছে।
একটি স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, শনিবার ৫৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং এক মিটার উচ্চতার ঢেউয়ের মধ্যে লাতিন আমেরিকার বৃহত্তম বন্দর সান্তোসের কার্যক্রম ব্যাহত হয়েছিল।