ব্রিটেনের নির্বাচনে হেরে নেতৃত্ব ছাড়ছেন জেরেমি করবিন
ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে অনুষ্ঠিত হওয়া যুক্তরাজ্যের আগাম সাধারণ নির্বাচনে চরম ভরাডুবি হয়েছে লেবার পার্টির। এরই মধ্যে ৬৫০টি আসনের মধ্যে বিপুল ব্যবধানে হেরেছে দলটি। আর দলের এমন হতাশাজনক পরাজয়ের পর নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার নিজের দলের শোচনীয় পরাজয়ের আভাস পেয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে ফলাফলের আভাস আমরা পেয়েছি, তা খুবই হতাশার। আমি আগামীতে আর কোনো নির্বাচনে দলকে নেতৃত্ব দেব না। সবকিছু বিবেচনা করেই আমি এ সিদ্ধান্ত নিয়েছি।’
অবশ্য লেবার পার্টির চরম ভরাডুবি হলেও নিজের আসন নর্থ লন্ডনে জয় পেয়েছেন জেরেমি করবিন।
এর আগে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয় যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ। আর ভোট গ্রহণ শেষ হয় স্থানীয় সময় রাত ১০টায়। এরপর থেকেই বিভিন্ন আসনের ফল প্রকাশ শুরু হয়।
এবারের নির্বাচনে ৬৫০টি আসনের মধ্যে এখন পর্যন্ত ৬১৪টির ফল ঘোষণা করা হয়েছে। যেখানে ৩৩৮ আসন নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে কনজারভেটিভ পার্টি। অন্যদিকে লিবারেল পার্টি পেয়েছে ২০০টি আসন।