ব্রেক্সিট বিল ব্রিটিশ পার্লামেন্টে উঠছে শুক্রবার
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া-সংক্রান্ত ব্রেক্সিট বিল আগামী শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টে উঠবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়ের পর বড়দিনের উপহার হিসেবে ২০ ডিসেম্বরই ব্রেক্সিট বিল পাস করতে চান প্রধানমন্ত্রী বরিস জনসন। ডাউনিং স্ট্রিটের মুখপাত্র জানান, ইইউর সঙ্গে বরিস জনসনের করা ব্রেক্সিট চুক্তির শর্তাবলি অন্তর্ভুক্ত করে একটি বিল পার্লামেন্টে উত্থাপন করা হবে।
তিনি আরো জানান, ব্রেক্সিটের পর ইইউর সঙ্গে একটি দীর্ঘমেয়াদি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাজ্য। নির্বাচনে জয়ের পর বরিস জনসনও বলেছেন, দ্রুতই ব্রেক্সিট বাস্তবায়ন করবেন তিনি।
মন্ত্রীদের বরখাস্ত, মন্ত্রণালয় একীভূতকরণ ও সরকারি কর্মকর্তাদের পদে বিদেশি বিশেষজ্ঞদের বসানোসহ নানাবিধ কড়া উদ্যোগ নিতে যাচ্ছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। এক বিশেষ প্রতিবেদনে এসব জানিয়েছে দেশটির জনপ্রিয় সংবাদপত্র সানডে টাইমস।
সানডে টাইমস জানায়, খুব শিগগির কিছু জরুরি পরিবর্তনের পর মূলত ব্রেক্সিট সম্পন্ন করে ফেব্রুয়ারিতে বড় পরিবর্তনগুলোতে হাত দেবেন কনজারভেটিভ নেতা বরিস জনসন।