ভারতকে ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটর দিচ্ছে যুক্তরাজ্য
মহামারি করোনায় বিপর্যস্ত ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে দেশটিতে ছয়শর বেশি চিকিৎসাযন্ত্র পাঠাচ্ছে যুক্তরাজ্য। যেগুলোর মধ্যে ভেন্টিলেটর ও অক্সিজেন কনসেনট্রেটরও আছে।
গত শনিবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধের খুবই উদ্বেগজনক এই সময়ে আমরা একজন বন্ধু এবং অংশীদারের মতো ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছি।’
‘কঠিন এই সময়ে আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব এবং আমি দৃঢ়ভাবে আপনাদের জানাচ্ছি, এই মহামারির বিরুদ্ধে বিশ্বজুড়ে যে যুদ্ধ চলছে তাতে যুক্তরাজ্য নিজের সাধ্যমতো সবভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাহায্য করে যাবে,’ বলেন বরিস জনসন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, চিকিসাৎযন্ত্রের প্রথম চালানটি রোববার যুক্তরাজ্য থেকে রওনা হয়ে আগামী মঙ্গলবার সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাজ্য এ সপ্তাহে ভারতে মোট নয়টি এয়ার কন্টেইনার পাঠাবে। যেগুলোতে ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ১২০টি নন-ইনভাসিভ ভেন্টিলেটর এবং ২০টি ম্যানুয়াল ভেন্টিলেটর থাকবে।
ভারতের হাসপাতালগুলোতে এখন অক্সিজেনের তীব্র অভাব দেখা দিয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতে এখন অক্সিজেন কনসেনট্রেটরের চাহিদা অনেক বেড়েছ। কারণ, কোভিড-১৯ আক্রান্ত অনেক রোগীকে বাঁচিয়ে রাখতে বাড়তি অক্সিজেন দিতে হচ্ছে।
ভারতে টানা চতুর্থদিনের মতো আজ করোনাভাইরাস সংক্রমণের বিশ্ব রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টা সেখানে সাড়ে তিন লাখের বেশি রোগী শনাক্ত হয়। মারা গেছে দুই হাজার ৭৬৭ জন।