ভারতে বৃদ্ধের সংশোধিত ভোটার কার্ডে কুকুরের ছবি
ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা সুনীল কর্মকারের। তাই সেটি সংশোধনের আবেদন করেছিলেন। তারপর যে সংশোধিত ভোটার কার্ডটি হাতে পেলেন, তাতে তাঁর বাবার নাম ঠিক হয়েছে। কিন্তু তাঁর নিজের ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি।
ভোটার কার্ডে গত মঙ্গলবার নিজের নামের পাশে কুকুরের ছবি দেখে চমকে ওঠেন মুর্শিদাবাদের ধুলিয়ানের রামনগর গ্রামের বাসিন্দা সুনীল কর্মকার। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।
এ ঘটনায় বিরক্ত ৬৪ বছর বয়সী সুনীল কর্মকার বলেন, ‘আমার ভোটার কার্ডে কিছু ভুল থাকায় সংশোধিত কার্ডের জন্য আবেদন করেছিলাম। সংশোধিত পরিচয়পত্র পেয়ে দেখি, তথ্য সব ঠিকই আছে, কিন্তু আমার ছবির বদলে ভুল ছবি ছাপা হয়েছে।’
সুনীল কর্মকারের দাবি, তাঁকে অপমান করার উদ্দেশ্যেই তাঁর ভোটার কার্ডে কুকুরের ছবি ছাপা হয়েছে। তিনি বলেন, ‘যারা আমার ভোটার কার্ড দেখেছে, তারা প্রকাশ্যে এটা নিয়ে ঠাট্টা-মশকরা করছে। আমি নির্বাচন কমিশনকে আদালতে টেনে নিয়ে যাব।’
ভোটার কার্ড সংশোধনের কাজে জড়িত এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, ভোটার কার্ডের এই ভুল আগেই ধরা পড়েছিল। কিন্তু কী কারণে তা সংশোধন করা হয়নি, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।
ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন কর্মকর্তা বিনয়চন্দ্র রায় বলেন, ‘ওই ব্যক্তি গত ৬ জানুয়ারি ভোটার কার্ড সংশোধনের জন্য ফরম জমা দিয়েছিলেন। পরে খসড়া ভোটার তালিকায় তাঁর ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমাকে দ্রুত ভোটারের বাড়ি গিয়ে পাসপোর্ট সাইজের ছবি আনার নির্দেশ দেওয়া হয়। আমি গিয়ে ছবি এনে জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও এত বড় ভুল কীভাবে হলো, ভেবে পাচ্ছি না।’
এ বিষয়ে ফারাক্কার ব্লক উন্নয়ন কর্মকর্তা রাজর্ষি চক্রবর্তী জানান, সুনীল কর্মকারের অভিযোগের ভিত্তিতে প্রশাসনিক স্তরে তদন্ত করা হবে। তিনি বলেন, ‘তাঁকে (সুনীল কর্মকার) নতুন ভোটার কার্ড দেওয়া হবে। এ কাজে জড়িত সরকারি কর্মীদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’